Site icon Jamuna Television

‘ঈগল’ পেলেন ব্যারিস্টার সুমন

ছবি: সংগৃহীত।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে ঈগল প্রতীক পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সোমবার (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দেবী চন্দ হবিগঞ্জের চার আসনে ৩১ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন। হবিগঞ্জ-৪ আসনে চুড়ান্ত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মাহাবুব আলী। প্রতীক বরাদ্দের পর জেলা রিটার্নিং কর্মকর্তা সকল প্রার্থীদের আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানান। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা শুরু করেছেন।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর হবিগঞ্জ-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন ব্যারিস্টার সুমন। ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন না পেলে স্বতন্ত্র পদে নির্বাচন করার ঘোষণা দেন তিনি।

/এএস

Exit mobile version