Site icon Jamuna Television

কুমিল্লার তিতাসে আওয়ামী লীগ নেতা হত্যা

কুমিল্লার তিতাসে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ ডিসেম্বর) বিকালে নারান্দিয়া ইউনিয়নের নয়ারচর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বিভিন্ন সূত্র জানিয়েছে, নিহত আওয়ামী লীগ নেতা ভিটিকান্দি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মুন্সি।

পরিবারের সদস্যদের দাবি, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড। স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শফিকের সাথে তার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে তাকে হত্যা করা হয় বলে ধারণা তাদের।

তারা আরও জানায়, ভাতিজাকে দিয়ে দুপুরে তাস খেলার কথা বলে মোস্তফা কামালকে কৌশলে ডেকে বাইরে আনা হয়। পরে তাকে কুপিয়ে  ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ চলছে বলেও জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এমএমএইচ/

Exit mobile version