Site icon Jamuna Television

বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম। ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়া‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

সোমবার (১৮ ডি‌সেম্বর) বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর কথা জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে তাতে জানায়। এই দাম কাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

নতুন করে নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ১ লাখ ৯ হাজার ২৯২ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ১ লাখ ৪ হাজার ৩৩৪ টাকা এবং ১৮ ক্যারেটের দর ৮৯ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি বিক্রি হবে ৭৪ হাজার ৫৩৩ টাকায়।

স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ১০৫০ টাকা।

/এমএন

Exit mobile version