Site icon Jamuna Television

অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি সালমা ইসলামের

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচার-প্রচারণা। ঢাকার বিভিন্ন আসনেও বিরাজ করছে নির্বাচনী আমেজ। ঢাকা-১ আসনে এবার জাতীয় পার্টির প্রার্থী সাবেক মন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। দোহার-নবাবগঞ্জের সার্বিক উন্নয়ন নিশ্চিতে লাঙ্গল প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সকালে নবাবগঞ্জের টিকরপুর বাজার থেকে গণসংযোগ শুরু করেন অ্যাডভোকেট সালমা ইসলাম। নানা শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। ভোটারদের কথা মন দিয়ে শোনেন, সংকট সমাধানের আশ্বাসও দেন।

এ সময় নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থী বাছাই করার আহ্বান জানান তিনি। সালমা ইসলাম বলেন, অতীতেও এলাকার উন্নয়নে কাজ করেছেন তিনি। জয়ী হলে অসমাপ্ত কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন ভোটারদের। বিশেষভাবে পদ্মার ভাঙনরোধ, স্কুল-কলেজ সরকারিকরণ, গ্যাস সংযোগ প্রদানসহ দোহার-নবাবগঞ্জের সংকট সমাধানের আশ্বাস দেন অ্যাডভোকেট সালমা ইসলাম।

এসজেড/

Exit mobile version