Site icon Jamuna Television

আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার কামিন্স

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে হইচই পড়ে গেলো এবারের আইপিএল নিলামে। বিশ্বকাপে ভারতকে নিস্তব্ধ করে দেয়া এই অজি তারকাকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তাতে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড়ের রেকর্ড ভাঙেন কামিন্স।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ের কোকাকোলা এরিনাতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) এবারের আসরের নিলাম। এই নিলামে সঞ্চালক হিসেবে আছেন মল্লিকা সাগর। তিনিই প্রথম নারী অকশনার হিসেবে আইপিএলের নিলাম সঞ্চালনা করছেন।

এদিন, ২ কোটি ভিত্তিমূল্যে থাকা প্যাট কামিন্সকে প্রথম ডাক দেয় চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে লড়াইয়ে দাম বেড়ে যায় ৪ কোটি রুপিতে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু যোগ দেয়। দাম ৭ কোটি ৮০ লাখ রুপি উঠতে বেরিয়ে যায় চেন্নাই। যোগ দেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা দাম হাঁকায় ১৭ কোটি রুপি। বেঙ্গালুরু শেষ পর্যন্ত লড়েছে। ২০ কোটি ২৫ লাখ রুপির পর আর পেরে ওঠেনি। শেষ পর্যন্ত ২০ কোটি ৫০ লাখ রুপিতে হায়দরাবাদ কিনে নেয় তাকে।

এর আগে আইপিলের নিলামে সর্বোচ্চ দাম উঠেছিল স্যাম কারেনের। ২০২৩ সালের আইপিএলের আগে নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে টেনেছিল পাঞ্জাব কিংস।

/আরআইএম

Exit mobile version