Site icon Jamuna Television

দেশে ফিরে যা বললেন অধিনায়ক ও কোচ

এশিয়া কাপের সফল মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। খুব কাছে গিয়েও শিরোপা হাতছাড়া হলেও দলের পারফর্মেন্সে খুশি অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা।

শিরোপা না জেতার হতাশা থাকলে অধিনায়ক মনে করেন, এটিই সবকিছু নয়। বলেছেন, শিরোপা জয় অভ্যাসের ব্যাপার, একবার জিতলে চাপ কাটিয়ে নিয়মিতভাবে শিরোপা জয় সম্ভব।

একটা ট্রফি জয় বাংলাদেশের ক্রিকেটকে নতুন এক অধ্যায়ে নিয়ে যাবে বলেও বিশ্বাস অধিনায়কের। বলেছেন, আমি চাইবো ছেলেরা সব সময় দলের প্রতি নিবেদিত থাকবে।

অন্যদিকে, বেশ কিছু দুর্বলতা সত্ত্বেও ছেলেরা যেভাবে খেলেছেন তাতে সন্তুষ্টি প্রকাশ করেছেন কোচ স্টিভ রোডস। বলেছেন, ছেলেনা যেভাবে খেলেছে সেটি নিয়ে আমি গর্বিত।

লিটন দাসের আউট নিয়ে সৃষ্ট বিতর্ক প্রসঙ্গেও কথা বলেছেন কোচ। জানান, আইসিসি অফিসিয়ালদের কাছে গিয়ে তিনি ফুটেজ ভালোভাবে দেখছেন। বলেছেন, এটি খুবই ক্লোজ সিদ্ধান্ত ছিল। নিয়ম অনুযায়ী আম্পায়ার এমন আউট দিতে পারেন। এটি কোনোদিন আপনার পক্ষে যাবে, কোনোদিন বিপক্ষে। হতাশা থাকলেও ক্রিকেটে এটা আপনাকে মেনে নিতে হবে।

(অধিনায়ক মাশরাফী ও কোচ স্টিভ রোডসের পুরো বক্তব্য দেখতে চোখ রাখুন যমুনার ফেসবুক ও ইউটিউব পেইজে।)

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version