Site icon Jamuna Television

জাতিসংঘ অধিবেশনে ভারত-পাকিস্তান বাকযুদ্ধ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিবাদে জড়ালো চিরবৈরী ভারত ও পাকিস্তান। শনিবার, অধিবেশনের পঞ্চম দিনে, বক্তব্য রাখেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। এসময় কাশ্মির ইস্যু ও শান্তি আলোচনা বাতিল হওয়া নিয়ে উত্তপ্ত বাক্যবিনিময় হয় তাদের মধ্যে।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ অভিযোগ করেন, সন্ত্রাসবাদকে আঞ্চলিক রাজনীতিতে হাতিয়ার হিসেবে ব্যবহার ইসলামাবাদের নীতিমালার মধ্যে পড়ে। পাকিস্তানকে ‘অমানবিক আচরণের রক্ষাকর্তা’ আর ‘সন্ত্রাসীদের স্বর্গরাজ্য’ আখ্যা দেন তিনি। বলেন, ভারতে যখন যে দলই ক্ষমতায় আসুক না কেন- প্রতিটি সরকারের চেষ্টা ছিল পাকিস্তানের সাথে শান্তি প্রতিষ্ঠার। কিন্তু দেশটির সেনাবাহিনী সেসব চেষ্টা সফল হতে দেয়নি।

জবাবে, ইসলামাবাদের শান্তি প্রচেষ্টার উদ্যোগ ভেস্তে দিতে বারবার নাটক সাজাচ্ছে নয়া দিল্লি- এমন অভিযোগ করেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কোরেশি। বলেন- শান্তি নয়, রাজনীতিই ভারতের একমাত্র অগ্রাধিকার। আর এতে জিততে কাশ্মিরিদের ঢাল বানাচ্ছে দেশটি।

Exit mobile version