Site icon Jamuna Television

কড়াইল বস্তিতে আবারও আগুন

রাজধানীর কড়াইল বস্তিতে আবারো আগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার রাতে আগুন লাগার প্রায় পৌণে এক ঘন্টার মধ্যে নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

কড়াইল বস্তির মসজিদ রোড জামাই বাজারে রাত সাড়ে দশটার দিকে আগুন লাগে। মূলত একটি লেপ-তোষকের দোকান থেকে আগুন সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। শুরুতে বাসিন্দাদের অসহযোগিতার সম্মুখীন হন বলে অভিযোগ করেন অগ্নি নির্বাপক দলের সদস্যরা।

শেষ পর্যন্ত তাদের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। তবে তার আগে পুড়ে যায় বস্তির ১০-১৫টি দোকান ঘর। যেগুলোর অধিকাংশই মোবাইল বিক্রি ও মোবাইল মেরামতের দোকান ছিলো।

Exit mobile version