Site icon Jamuna Television

সৌম্যর দুর্দান্ত সেঞ্চুরির পরেও হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি: সংগৃহীত।

ঘুরে দাঁড়ানোর মিশনে ব্ল্যাকক্যাপদের বিপক্ষে সৌম্য সরকারের সেঞ্চুরিতে ২৯১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য ২৯২ রানের টার্গেটে ব্যাট করছে নিউজিল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের স্কোর দুই উইকেট হারিয়ে ২০৪ রান।

এর আগে, নেলসনে ১১ রানের মাথায় ভাঙে বাংলাদেশর উদ্বোধনী জুটি। এনামুল হক বিজয় ফেরেন ২ রানে। উইকেটে থিতু হতে পারেননি শান্ত-লিটন-তৌহিদরা। প্রতিরোধের আভাস দিলেও মুশফিকুর রহিম ৪৫ রানে ধরেন প্যাভিলিয়নের পথ। তবে একপাশ আগলে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি তুলে নেন সৌম্য সরকার। এই ইনিংসটি ওডিআইতে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

২২ চার ও ২ ছয়ে ১৬৯ রানে থামেন এই ওপেনার। টাইগার ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে ১ বল বাকি থাকতেই ২৯১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। উদ্বোধনী জুটিতেই অর্ধশত-রানের জুটি গড়েন তারা। ৪৫ রানে রাচিনকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন হাসান মাহমুদ।

/এআই

Exit mobile version