Site icon Jamuna Television

তথ্য অধিকার আইনের মাধ্যমে শাসনব্যবস্থা জনগনের আরো কাছাকাছি: ইনু

তথ্য অধিকার আইনের মাধ্যমে শাসনব্যবস্থাকে জনগনের আরো কাছাকাছি আনা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। সকালে জাতীয় প্রেসক্লাবে তথ্য অধিকার দিবসের অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসময় সরকারের যেকোন বিভাগ জনগনের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে জানান তথ্যমন্ত্রী ।

মন্ত্রী আরও বলেন, এখন যে কেউ সরকারের যেকোন উন্নয়ন প্রকল্পের সকল তথ্য চাইতে পারেন। এতে সরকারের জবাবদিহিতা নিশ্চিত এবং সকল প্রকার দুর্নীতির পথ সংকুচিত হচ্ছে। তথ্য কমিশনের আয়োজনে র‍্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে সেগুন বাগিচা প্রদক্ষিণ করে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।

Exit mobile version