Site icon Jamuna Television

নবাবগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং রিটার্নিং কর্মকর্তা আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম (বার)। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহেল।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রিজাইডিং অফিসারদের ভোটের দিন প্রতি দুই ঘণ্টা পরপর কেন্দ্রের আপডেট প্রদান করার নির্দেশনা দেন। সভাপতি তার বক্তব্যে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি প্রিজাইডিং অফিসারদের নির্ভয়ে তার ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশনা দেন।

/এমএমএইচ

Exit mobile version