Site icon Jamuna Television

আবুধাবির সাপ্তাহিক লটারিতে বাংলাদেশি জিতলেন ১ মিলিয়ন দিরহাম!

বিগ টিকেট আবুধাবির সাপ্তাহিক ইলেকট্রনিক ড্রয়ের সময় একজন বাংলাদেশি প্রবাসী এক মিলিয়ন দিরহাম জিতেছেন। লটারি পাওয়া ব্যক্তির নাম, মোহাম্মদ (৫৬)। তিনি রাস আল খাইমারের বাসিন্দা। গেলো একবছর টিকিট কেনার পর এ অর্থ জিততে পেরেছেন তিনি।

মোহাম্মদ সেদেশে ড্রাইভার হিসাবে কাজ করার সময়, তার বন্ধুদের কাছ থেকে বিগ টিকিটের কথা শুনেছিলেন। পরে ১৯ জন মিলে গেল একবছর ধরেই দলগতভাবে তারা প্রতি মাসেই টিকিট কিনতেন।

লটারি জেতার অনুভূতির কথা জানতে চাইলে মোহাম্মদ বলেন, আমরা বিশেষ অফারে ২টি টিকিট কিনে ৪টি টিকেট পাই। পরে সেই টিকেট থেকে এক মিলিয়ন দিরহাম জিতি। এই বিজয়ে আমরা খুশি।

তিনি আরও বলেন, আমি আমার লটারির অর্থ আমার বন্ধুদের সাথে ভাগ করে নিবো এবং আমার অংশ দিয়ে আমার সন্তানদের জন্য বাংলাদেশে একটি নতুন বাড়ি তৈরি করবো।

জানা গেছে, এই একই টিকিট দিয়ে পরবর্তীতে ২০ মিলিয়নের লাইভ ড্র-তে অংশগ্রহণের সুযোগ পাবেন তারা।

এটিএম/

Exit mobile version