Site icon Jamuna Television

নিক্সন চৌধুরীকে সমর্থন দিলো জাকের পার্টি

ফরিদপুর করেসপন্ডেন্ট:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সনকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে জাকের পার্টি। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে নিক্সন চৌধুরীর বাড়িতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নিক্সন চৌধুরীকে সমর্থন দেয় জাকের পার্টি। 

এ সময় ফরিদপুরের ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জাকের পার্টির নেতাকর্মীরা নিক্সন চৌধুরীর হাতে গোলাপ ফুলের তোড়া দিয়ে সমর্থন জানান। এছাড়া, এই জেলার জাকের পার্টির নেতাকর্মীরাও নিক্সন চৌধুরীর পক্ষে কাজ করার ঘোষণা দেন।

জাকের পার্টির ফরিদপুর সাংগঠনিক জেলা-১ এর সভাপতি রাজ্জাক বেপারী জানান, দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সালের নির্দেশে নিক্সন চৌধুরীকে সমর্থন দেয়া। দলটির নেতাকর্মীরা ভোটে নিক্সন চৌধুরীর জন্য কাজ করবেন।

এই দলের সমর্থন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন নিক্সন চৌধুরী। বলেন, মুমিন বান্দা ও আউলিয়াদের দোয়ায় আমাদের ভবিষ্যৎ নির্ধারণ হতে পারে। তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করা হলে উন্নয়ন ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

/এমএইচ/এমএন

Exit mobile version