Site icon Jamuna Television

বড়দিনের কেনাকাটায় ব্যস্ত বাবা, বাড়িতে পুড়ে মারা গেল ৪ সন্তান

আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজোনায় এক বাবা তার চার সন্তান এবং আরও এক শিশুকে বাড়িতে রেখে বাজারে গিয়েছিলেন। সে সময় বাড়িতে আগুন লেগে পাঁচ শিশুর সবাই পুড়ে মারা গেছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বুলহেড সিটির একটি বাড়িতে এ ঘটনাটি ঘটে। তবে কর্তৃপক্ষ সোমবার বিষয়টি প্রকাশ করেছে। ওই ব্যক্তির চার সন্তানের বয়স ১৩, ৫, ৪, ও ২ বছর। অন্য শিশুটির বয়স ১১ বছর।

তবে, ঠিক কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে তা জানা যায়নি। কারণ জানতে পুলিশ তদন্ত করছে। শিশুদের বা তাদের বাবার নাম প্রকাশ করা হয়নি।

পুলিশের পক্ষ থেকে দেয়া বিবৃতি বলা হয়, শিশুদের বাবা তদন্ত কর্মকর্তাদের বলেছেন, তিনি গ্রোসারি এবং বড়দিনের উপহার কিনতে বাজারে গিয়েছিলেন এবং এজন্য প্রায় আড়াই ঘণ্টা বাড়ির বাইরে ছিলেন।

খুব সম্ভবত নিচেরতলায় বাড়ির ভেতর প্রবেশের দরজার মুখে প্রথমে আগুন লাগে এবং সেখান থেকে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। যেহেতু বাড়ির প্রবেশ দরজায় শুরুতেই আগুন লেগে গিয়েছিল তাই শিশুরা দোতলার শয়নকক্ষ থেকে বাড়ির বাইরে বেরিয়ে যেতে পারেনি। পাঁচটি শিশুর মৃতদেহই বাড়ির একটি শয়নকক্ষে পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

এটিএম/

Exit mobile version