Site icon Jamuna Television

দল বদল আমার অধিকার: শাহজাহান ওমর

দল বদল আমার অধিকার। সংবিধানের কোথাও দল বদল করা যাবে না এমনটা লেখা নেই বলে মন্তব্য করেছেন সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ও ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার শাহজাহান ওমর। বলেন, শের-ই বাংলাও দেশের স্বার্থে বহুবার দল বদল করেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে বরিশাল নগরীতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমুর বাসভবনে এক বৈঠকের পর তিনি এ কথা বলেন। বৈঠকে ঝালকাঠি-১ আসনের রাজাপুর ও কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহজাহান ওমর জানান, ১৯৯০ সালে আমির হোসেন আমু তাকে ঝালকাঠি-১ আসন থেকে মনোনয়ন দেয়ার জন্য শেখ হাসিনার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তখন শেখ হাসিনা অন্য একজনকে কথা দিয়ে ফেলেছিলেন। পরে আমির হোসেন আমু তাকে বিএনপিতে ফিরে যেতে বলেছিলেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু বলেন, সাংবাধানিক ধারাবাহিকতা ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শাহজাহান ওমর আওয়ামী লীগে যোগদান করেছেন। এ সময় বিএনপির ডাকা অবরোধ-হরতালে জনগনের কোন সম্পৃক্ততা নেই, তারা জনগন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

Exit mobile version