Site icon Jamuna Television

শামীম হকের প্রার্থিতা বাতিলে এবার সুপ্রিম কোর্টে আবেদন

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে ফরিদপুর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামীম হকের প্রার্থিতা বাতিল চেয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

এর আগে, একে আজাদের আপিলের প্রেক্ষিতে শামীম হকের মনোনয়ন বাতিল করা হয়। শামীম হকের নেদারল্যান্ডসের নাগরিকত্ব ছিল। শুনানি শেষে ১৫ ডিসেম্বর আপিল মঞ্জুর করে শামীম হকের মনোনয়নপত্র বাতিল করে ইসি। তার বিরুদ্ধে রিট করেন শামীম হক। গত ১৮ ডিসেম্বর শুনানি শেষে বিচারপতি ইকবাল কবির ও এস এম মনিরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ সেই রিট খারিজ করে দেন।

গত মঙ্গলবার (১৯ ডিসেম্বর) চেম্বার আদালতে প্রার্থিতা ফিরে পান ফরিদপুর-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী শামীম হক। তার প্রার্থিতা বাতিল করে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত শামীম হকের মনোনয়ন বৈধ ঘোষণা করে এই আদেশ দেন।

উল্লেখ্য, শামীম হক ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এ কে আজাদ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য।

/এএম

Exit mobile version