Site icon Jamuna Television

ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

ছবি: সংগৃহীত

বর্তমান সময়টা খুব একটা ভালো যাচ্ছে না জিম্বাবুয়ে ক্রিকেটের। সিকান্দার রাজার নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব পার হতে পারেনি দলটি। গতকালই প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান ডেভ হটন। আর এবার মাদকের থাবায় পড়েছে দেশটির ক্রিকেট। ডোপ-বিরোধী নিয়ম ভেঙে কড়া শাস্তি পেয়েছেন ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুতা। এই দুই ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। দ্রুতই এই দু’জন শুনানিতে অংশ নিতে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) জানায়, সম্প্রতি প্রতিযোগিতা-বহির্ভূত একটি অভন্তরীণ ডোপ পরীক্ষায় দুই ক্রিকেটার পজিটিভ হয়েছেন। তাদের নমুনায় অবৈধ বিনোদনমূলক মাদকের উপস্থিতি পাওয়া গেছে। জেডসি’র খেলোয়াড় ও কর্মকর্তাদের জন্য তৈরি আচরণবিধি অনুযায়ী তাদের অভিযুক্ত করা হয়েছে এবং শিগগিরই ব্যবস্থামূলক সিদ্ধান্তের জন্য শুনানি শুরু হবে।

লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুতা রোডেশিয়ানদের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত ২৬ ম্যাচ খেলেছেন। গত রবিবারেও জিম্বাবুয়ের হয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন তিনি।

এদিকে, অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে খেলেছেন ৯৮ ম্যাচ। সাম্প্রতিক সময়ে অবশ্য খেলেননি মাধেভেরে। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না তিনি।

/আরআইএম

Exit mobile version