Site icon Jamuna Television

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৫ শতাধিক অভিবাসী গ্রেফতার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়ায় (জালান সিলাং) অভিযান চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় বাংলাদেশিসহ অন্তত ৫০০ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এই অভিযান চলে।

স্থানীয়রা জানান, জালান সিলাংয়ের আশেপাশে ভাড়ায় থাকা বিদেশিদের বাসা, বিদেশিদের মালিকানায় থাকা প্রতিষ্ঠান এবং তাদেরকে কাজ দেয়া প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে। গ্রেফতার হওয়াদের মধ্যে বাংলাদেশ, নেপাল ও মিয়ানমারের নাগরিক বেশি।

গ্রেফতার অভিবাসীদের কাগজপত্র পর্যালোচনার জন্য কুয়ালালামপুর পুলিশ ট্রেনিং সেন্টারে (পুলাপোল) নেয়া হয়েছে। তবে কোন দেশের কতজনকে গ্রেফতার করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

/এনকে

Exit mobile version