Site icon Jamuna Television

যে কারণে ভেঙে দেয়া হলো ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ

ঋণ প্রদানে অনিয়ম, আমানত সংরক্ষণে ব্যর্থতা এবং সুশাসনের ঘাটতির কারণে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গঠন করা হয়েছে সাত সদস্যের নতুন পর্ষদ।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক জানান, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সুপারিশে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দেয়া হয়েছে।

অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ারকে ব্যাংটির নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তিনি বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের আগে তাকে মেঘনা ব্যাংক থেকে পদত্যাগ করতে হবে।

এছাড়া, পরিচালক পদে মনোনীত হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন এবং উদ্যোক্তা শেয়ারধারী মোয়াজ্জেম হোসেন।

এদিকে, নতুন পর্ষদে ভেঙে দেয়া পর্ষদের তিনজন স্থান পেয়েছেন। তারা হলেন খলিলুর রহমান, পারভিন হক সিকদার ও শফিকুর রহমান। পুরনো পর্ষদের বাকিদের অযোগ্য ঘোষণা করা হয়েছে।

/আরএইচ/এমএন

Exit mobile version