Site icon Jamuna Television

ডেঙ্গুতে মৃত্যুহীন দিন দেখলো দেশ

ডেঙ্গুতে প্রাণ যায়নি কারও, তবে মৃত্যুহীন দিনেও এডিস মশাবাহিত এ রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭৭ জন। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ৮টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪০ জন এবং ঢাকার বাইরের ১৩৭ জন। চলতি বছরে এখন পর্যন্ত ৩ লাখ ২০ হাজার ৫৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৯ হাজার ৭১৩ জন। আর ২ লাখ ১০ হজার ৩৪২ জন ঢাকার বাইরের। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩ লাখ ১৭ হাজার ১১৭ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৬৯২ জনের।

/আরএইচ

Exit mobile version