Site icon Jamuna Television

নির্বাচিত হলে পুরান ঢাকার মানুষের জীবন মান উন্নয়নের আশ্বাস সাঈদ খোকনের

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যার পর নাজিরা বাজার এলাকায় ভোটারদের কাছে ভোট ও দোয়া চান তিনি।

এসময় সাঈদ খোকন ভোটাদের উদ্দেশে বলেন, পারিবারিকভাবে আমরা পুরান ঢাকার মানুষ পাশে আছি। আগামী নির্বাচনে জয়ী হলে পুরান ঢাকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করবো।

এছাড়াও পুরনো ঢাকাকে নতুন করে গড়তে চান সাঈদ খোকন। জয়ী হলে স্মার্ট পুরনো ঢাকা শেখ হাসিনাকে উপহার দিতে চান তিনি। সেই সাথে জানগণের সমস্যা সমাধানে পাশে থাকবেন বলেও আশ্বাস তার৷

এটিএম/

Exit mobile version