Site icon Jamuna Television

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের প্রশ্ন এড়িয়ে গেলেন ম্যাথিউ মিলার

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগ এবং হতাহতের ঘটনা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার।

মঙ্গলবার (১৯ নভেম্বর) এ বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নের মুখোমুখি হন তিনি। এ ঘটনায় বাইডেন প্রশাসন উদ্বিগ্ন কিনা এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, তিনি বিষয়টি সম্পর্কে জানেন না।

এছাড়া নির্বাচন শেষে বাংলাদেশে আরব বসন্তের মত পরিস্থিতি তৈরি করতে পারে যুক্তরাষ্ট্র, রাশিয়ার এমন দাবির বিষয়েও প্রশ্ন করা হয়। উত্তরে মিলার জানান, বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে মার্কিন সরকার। এ বিষয়ে আর কোনো মন্তব্য নেই বলেও জানান তিনি।

এটিএম/

Exit mobile version