Site icon Jamuna Television

নদী দখলকারীরা এ যুগের রাজাকার: নৌ মন্ত্রী

একাত্তরে যারা মানুষ হত্যা করেছিলো তারা যেমন রাজাকার, এখন যারা নদী দখল করছে তারা এ যুগের রাজাকার। এমন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

সকালে রাজধানীর জাতীয় যাদুঘরে বিশ্ব নদী দিবস উপলক্ষে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, যারা আইন ভঙ্গ করে নদী দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া দ্রুত নদী ও খাল দূষণমুক্ত করতে কাজ শুরু হবে বলেও জানান, নৌমন্ত্রী।

জাতীয় নদী রক্ষা কমিশনের আয়োজনে এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার।

Exit mobile version