Site icon Jamuna Television

বাবাকে হত্যা করে বিশ্ববিদ্যালয়ে হামলা, নিহত ১৪

ছবি: এপি

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বন্দুকধারীর হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের (২১ ডিসেম্বর) এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। জানিয়েছে সিএনএন, বিবিসিসহ একাধিক গণমাধ্যম।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে ঘটে এই হামলার এই ঘটনা। অভিযুক্ত ২৪ বছর বয়সী বন্দুকধারী একই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। কলা অনুষদের ভবনের চতুর্থ তলা থেকে হঠাৎ গুলি ছুড়তে শুরু করে ওই যুবক। পরে আতঙ্কে ছুটোছুটি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঘটনায় হতাহতের সংখ্যা অনেক।

ধারণা করা হচ্ছে, পরে বন্দুকধারী নিহত হয় নিজের গুলিতেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, আত্মহত্যায় বন্দুকধারীর মৃত্যু হয়েছে। তবে চেক পুলিশ প্রধান মার্টিন ভন্ড্রাসেক এটি এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছেন।

দেশটির সাম্প্রতিক ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা। এখনও হামলার কারণ জানা যায়নি। একই দিন সকালে অভিযুক্তের বাবারও মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা, বাবাকে হত্যা করে পরে নিজ বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ওই যুবক।

আগামী শনিবার (২৩ ডিসেম্বর) দেশজুড়ে একদিনের শোক ঘোষণা করা হয়েছে।

/এএম

Exit mobile version