Site icon Jamuna Television

আম্পায়ারকে ‘ভয়’ দেখিয়ে ৪ ম্যাচ নিষিদ্ধ কারেন

৪ ম্যাচ নিষিদ্ধ টম কারেন। ছবি: সিডনি সিক্সার্স এক্স

আম্পায়ারকে ভয় দেখিয়ে বিগ ব্যাশে ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংলিশ পেসার টম কারেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার কোড অব কন্ডাক্টের ‘লেভেল থ্রি’ ধরণের অপরাধ করেন সিডনি সিক্সার্সের এই ক্রিকেটার।

১১ ডিসেম্বর হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপ করতে গিয়ে এই বিপত্তি বাধান টম কারেন। এসময় তিনি পিচের ওপর চলে আসলে তাকে সরে যেতে বলেন চতুর্থ আম্পায়ার। এরপর উইকেটের অন্য প্রান্তে রানআপের চেষ্টা করলে স্টাম্পের পাশে অবস্থান নেন আম্পায়ার। কিন্তু দ্রুতগতিতে বোলিং ক্রিজে রানআপ শুরু করলে সংঘর্ষের ঝুঁকি এড়াতে সরে দাঁড়ান আম্পায়ার নিজেই।

এরপর কোড অব কন্ডাক্টের ২ এর ১৭ ধারা ভাঙার অভিযোগ আনা হয় কারেনের বিপক্ষে। যে ধারায় উল্লেখ আছে ‘আম্পায়ার, ম্যাচ রেফারি অথবা মেডিকেল ব্যক্তিত্বকে কোনো ভাষা বা আচরণের মাধ্যমে ভীতি দেখানো বা ভীতি দেখানোর প্রচেষ্টা’র কথা। তবে জানা গেছে, কারেনের শাস্তির বিরুদ্ধে আপিল করবে তার দল সিডনি সিক্সার্স।

/এএম

Exit mobile version