Site icon Jamuna Television

জুমার পর মাঠে নামবেন প্রার্থীরা

নির্বাচনী প্রচার শুরুর পর আজই প্রথম সাপ্তাহিক ছুটির দিন। শুক্রবার (২২ ডিসেম্বর) জুমার নামাজ শেষে মাঠে নামবেন প্রার্থীরা।

অন্যান্য দিনের তুলনায় তাই আজকের নির্বাচনী প্রচারে দেখা যাবে ভিন্নতা। বহু প্রার্থীর দেখা মিলবে মসজিদে। জুমার নামাজে তারা চাইবেন মুসল্লিদের দোয়া ও ভালোবাসা।

গত দুদিনে গণসংযোগ আর প্রচারণায় সরগরম ছিলো নির্বাচনী মাঠ। নগড়জুড়ে, ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল আর পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। সকাল থেকে রাত অব্দি মানুষের দুয়ারে-দুয়ারে গিয়ে নিজ মার্কায় ভোট চেয়েছেন তারা।

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা চালাচ্ছেন গণসংযোগ। দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। কেউ কেউ বলছেন, এ দফায় নির্বাচিত হলে শেষ করবেন আগেরবারের অসমাপ্ত কাজ। প্রচারণায় কর্মী-সমর্থকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। নিজ নিজ প্রার্থীর পক্ষে মাঠে আছেন তারাও।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বরে প্রথম জারি করা নির্বাচনী বিধি বেশ কয়েকবার সংশোধন করা হয়েছে। ২০২৩ সালের ২০ অক্টোবর দেয়া প্রবিধানের সর্বশেষ সংশোধনীর ওপর ভিত্তি করে নির্বাচনী আচরণবিধিতে করনীয় কী কী, তা তুলে ধরা হলো—

নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার শাস্তি অনধিক ছয় মাসের কারাদণ্ড, অনধিক ৫০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড।

/এএম

Exit mobile version