Site icon Jamuna Television

সবজির যোগান বাড়লেও কমেনি দাম

রাজধানীতে সবজির সরবরাহ বাড়লেও দামে নেই স্বস্তি। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের সবজিরই দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা। অস্থিরতা কমেনি মাছের বাজারেও। কেজিতে বেড়েছে অন্তত ২০ টাকা।

এছাড়া, দেশি পুরোনো জাতের পেয়াজের যোগান বেশ কমেছে। মুড়িকাটা বিক্রি হচ্ছে দেড়শ টাকার আশাপাশে।
এ অবস্থায় সাপ্তাহিক ছুটির দিনে দোকানদাররা নানা ধরনের সবজির পশরা সাজালেও ক্রেতার উপস্থিতি কিছুটা কম।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায়, কেজিতে ১৫ টাকা করে বেড়েছে নতুন আলু, শিম, মুলাসহ ফুল ও পাতা কপির দর। সেঞ্চুরির তালিকায় আছে টমেটো ও গাজর। বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে।

আকার ভেদে রুই-কাতল মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা। তেলাপিয়া ও পাঙ্গাশ বিক্রি হচ্ছে ২শ’ টাকার আশপাশে। পাবদা ৫০০ আর চিংড়ির কেজি মিলছে ৬শ’-৮শ’ টাকায়। আর শোল বিক্রি হচ্ছে ৮শ’ থেকে হাজার টাকায়।

যোগান কমেছে দেশি পুরানো পেঁয়াজের। মুড়ি কাটা জাতের কেজি দেড়শ’ টাকা। আর ভারতীয় জাত দাম হাকিয়েছে ডাবল সেঞ্চুরি।

/এমএন

Exit mobile version