Site icon Jamuna Television

স্ত্রীকে পতিতালয়ে বিক্রির চেষ্টা, গ্রেফতার স্বামী

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

এক নারীকে পতিতালয়ে বিক্রি চেষ্টার আসামি শাহারিয়ার নাফিজ ইমনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে নাটোরের লালপুর বাজারের হাজী মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ইমন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার হারদী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।

র‍্যাব জানায়, চুয়াডাঙ্গার বাসিন্দা ইমন (৪৫) তার পরিচয় গোপন করে একই জেলার ভিকটিমের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে। একপর্যায়ে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে ইমন। পরে প্রতারণামূলক নকল কাগজপত্র করে তাকে বিয়ে করে সে। বিয়ের পর ইমন ভিকটিমকে কৌশলে পতিতালয়ে নিয়ে টাকার বিনিময়ে বিক্রির চেষ্টাও করে।

পরবর্তীকে, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভিকটিমের মা বাদী হয়ে রাজবাড়ীর পাংশা থানায় ধর্ষণ, প্রতারণা ও পাচার সংক্রান্ত একটি মামলা দায়ের করেন। এরপর ইমন আত্মগোপনে চলে যায়। এর প্রেক্ষিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমনকে গ্রেফতার করা হয়।

/এএম

Exit mobile version