Site icon Jamuna Television

গাজায় আরও ২ ইসরায়েলি সেনা নিহত

গাজায় স্থল অভিযানে আরও দুই ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।

এরমধ্যে উত্তর গাজায় একজন এবং দক্ষিণ গাজায় আরেকজনের মৃত্যু হয়। এদিন আরও তিন ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। বুধ থেকে বৃহস্পতিবারের মধ্যে মোট চার ইসরায়েলি সেনা নিহতের তথ্য দিয়েছে জাতিসংঘ।

জাতিসংঘ জানায়, স্থল অভিযান শুরুর পর ফিলিস্তিনি যোদ্ধাদের পাল্টা হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে তেলআবিবের সামরিক বাহিনীর ১৩৮ সদস্য। এসময় ৭শ ৭০ জনের বেশি সেনা আহত হয়েছে। এছাড়া সাত অক্টোবার যুদ্ধ শুরু পর মৃত্যু হয়েছে সাড়ে চারশ’র বেশি সেনার।

এটিএম/

Exit mobile version