Site icon Jamuna Television

ভোটে অনিয়ম-কারচুপি ঠেকাতে প্রশাসনকে নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম-কারচুপি ঠেকাতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে যশোরে খুলনা বিভাগের ১০ জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ীর প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। পরে ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান সিইসি।

কাজী হাবিবুল আউয়াল জানান, যেকোনো মূল্যে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করা হবে। নির্বাচনের মাঠের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। ভোট কেন্দ্রের ভেতরে শুধু নির্বাচনী কর্মকর্তারাই থাকবে। সেখানে কোনো অনিয়ম-কারচুপি হলে তা প্রতিহতের নির্দেশনা দেয়া হয়েছে।

নির্বাচনকে ঘিরে বিভিন্ন জায়গায় যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পেলে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সিইসি।

পরে বিকেল ৩টায় একই স্থানে যশোরের ৬টি সংসদীয় আসনের ৩২ প্রার্থীর সঙ্গে মতবিনিময় করেন কাজী হাবিবুল আউয়াল।

/এমএন

Exit mobile version