Site icon Jamuna Television

অসহযোগ আন্দোলনের সমর্থনে দেশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ

অসহযোগ আন্দোলনের সমর্থনে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে বিএনপি।

শুক্রবার (২২ নভেম্বর) সকালে মুন্সিগঞ্জ শহরের উপকণ্ঠের মুক্তারপুর বাসস্ট্যান্ড এলাকায় লিফলেট বিতরণ করা হয়। সিলেটের বন্দরবাজার ও কালীঘাট এলাকায় প্রচারপ্রত্র বিতরণ করেছে বিএনপি। নাটোর-চুয়াডাঙ্গা-জামালপুরসহ বিভিন্ন স্থানেও কেন্দ্রীয় কর্মসূচি পালিত হয়েছে।

এসময় বক্তারা, নির্বাচন বর্জনের দাবি জানান। সেইসাথে ভোট কাজে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বপালন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। এর আগে, বুধবার দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অসহযোগ আন্দলোনের ডাক দেন।

এটিএম/

Exit mobile version