Site icon Jamuna Television

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক স্যান্টনার, দলে নেই উইলিয়ামসন

ফাইল ছবি

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তবে হাঁটুর ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনকে স্কোয়াডে রাখা হয়নি।

এছাড়া হ্যামস্ট্রিংয়ের চোট পুরোপুরি ঠিক না হওয়ায় সিরিজটি মিস করছেন পেসার কাইল জেমিসনও। এ দু’জনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি।

আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ২৯ ডিসেম্বর ও ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।

নিউজিল্যান্ড স্কোয়াড:

মিচেল স্যান্টনার, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, ডেরিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, বেন সিয়ার্স, টিম সেইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফি।

/এনকে

Exit mobile version