Site icon Jamuna Television

‘ভোটারদের অনীহা দূর করে কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের’

পাবনা প্রতিনিধি:

ভোট নিয়ে মানুষের অনীহা দূর করে তাদের ভোট কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। আর ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দায়িত্ব ইসির। জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে পাবনা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে নির্বাচনে অংশগ্রহনকারী পাবনার ৫টি আসনের প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ভোটারদের আশ্বস্ত করে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসবেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। কেউ হুমকি অথবা বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে তিনি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিজাইডিং অফিসারদের নিয়ে মতবিনিময় করেন।

/এমএইচ

Exit mobile version