Site icon Jamuna Television

অস্বাভাবিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে: কাদের

আবারও অস্বাভাবিক সরকারের হাতে ক্ষমতা তুলে দেয়ার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বললেন, নির্বাচনে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আওয়ামী লীগ কোনো অপশক্তির নাশকতাকে ভয় করে না।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে নিজের নির্বাচনী এলাকা নোয়াখালী-৫-এ প্রচারণায় অংশ নিয়ে এসব বলেন তিনি।

যারা পুলিশের ওপর হামলা করে তারা কারাগারে না গিয়ে কোথায় যাবে এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ফৌজদারি অপরাধ যারা করবে তাদের বিচার হবেই। যারা মানুষ পুড়িয়ে মারবে তাদের জেলের ভাত খেতেই হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে ভালো ব্যবহার করতে হবে। সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ সরকার জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ। স্বাধীন নির্বাচন কমিশন একটি সুন্দর, অবাধ-নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেবে।

এর আগে, নেতাকর্মীদের সাথে নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের কাছে ভোট ও দোয়া চান ওবায়দুল কাদের।

/এটিএম/এমএন

Exit mobile version