Site icon Jamuna Television

ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ফ্লুমিনেন্স, দেখবেন যেভাবে

ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৩ এর ফাইনালে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটির মুখোমুখি হচ্ছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়।

ম্যানসিটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন, অপরদিকে ফ্লুমিনেন্স কোপা লিবার্তাদোরেস কাপ চ্যাম্পিয়ন। ক্লাব বিশ্বকাপ টুর্নামেন্টের ফরম্যাট অনুযায়ী সেমিফাইনাল স্টেজে সরাসরি যুক্ত হয় দুই দল।

মাতেও কোভাচিচ, বার্নার্ডো সিলভার ও একটি আত্নঘাতী গোলের সুবাদে জাপানের উরাওয়া রেডসকে ৩-০ গোলে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে পেপ গার্দিওলার ম্যানসিটি। তবে ফাইনালে ডি ব্রুইনা, আলিং হাল্যান্ড ও জেরেমি দোকুর খেলা এখনও অনিশ্চিত।

অপরদিকে, জন আরিয়াস ও জন কেনেডির গোলে ২-০ ব্যবধানে আফ্রিকান চ্যাম্পিয়ন মিশরের আল আহলিকে পরাজিত করে ফাইনালের টিকেট কাটে ব্রাজিলিয়ান ক্লাবটি।

ম্যাচটি সরাসরি দেখাবে টিএনটি স্পোর্টস ১। এছাড়া অনলাইনে দেখা যাবে এই লিংকে

/এনকে

Exit mobile version