Site icon Jamuna Television

কুড়িগ্রাম জেলা প্রশাসকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ সকালে কুড়িগ্রাম চিলমারী সড়কের উলিপুরের গবার মোড়ে এই কর্মসূচি পালিত হয়। প্রচন্ড রোদ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানব বন্ধনে অংশ নেয়।

বক্তারা বলেন, কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীন কুড়িগ্রামে যোগদানের পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। পথের মানুষদের তুলে এনে পুনর্বাসন করেছেন। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রায়ণ প্রকল্পে গৃহহীনদের গৃহ নির্মাণের কাজ দ্রুততম সময়ে শেষ করেছেন।

বক্তারা, সুলতানা পারভীনের বদলি আদেশ প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দা উম্মে হাবিবা, রেল নৌ-গণযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি আপন আলমগীর, অনিকেত মাসুম প্রমুখ।

Exit mobile version