Site icon Jamuna Television

বাংলাদেশের নির্বাচন ইস্যুতে অবস্থান বদলায়নি জাতিসংঘ: মুখপাত্র দুজারিচ

ফাইল ছবি

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে আবারও আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এ আহ্বান জানান। এ সময় যাত্রীবাহী ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি।

মহাসচিবের মুখপাত্র বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাচ্ছি। কোনো ভয়ভীতি ছাড়াই যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন ভোটাররা। স্পষ্টতই নির্বাচনের পর আমাদের কিছু বলার থাকতে পারে। তবে বর্তমানে জাতিসংঘের অবস্থান বদলায়নি।

ট্রেনে আগুনের ঘটনায় সমবেদনা জানিয়ে দুজারিচ বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। ঘটনার পূ্র্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনা বাংলাদেশ কর্তৃপক্ষের দায়িত্ব।

এর আগেও, জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বাংলাদেশ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, তার বিশ্বাস বাংলাদেশ দীর্ঘদিনের ইতিহাস মেনে গণতান্ত্রিক সুশাসনের প্রতি সম্মান জানাবে এবং আসন্ন নির্বাচন মুক্ত ও নিরপেক্ষ হবে।

/এনকে

Exit mobile version