Site icon Jamuna Television

অপারেশন চলাকালীন রোগীকে ঘুসি মারলো চিকিৎসক!

রোগীর অপারেশন চলাকালীন ঘুসি মারার অভিযোগ উঠেছে চীনে এক চিকিৎসকের বিরুদ্ধে। এ অভিযোগের পর কর্তৃপক্ষ ঘটনা তদন্তে নেমেছে।

ঘটনাটি মূলত ২০১৯ সালের। তবে সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। এর পর অভিযুক্ত ডাক্তার ও হাসপাতালের সিইওকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় বিবিসি, এয়ার চায়নার কাছে মন্তব্যের জন্য যোগাযোগ করলে তাতে সাড়া দেয়নি তারা। ওই ভিডিওতে দেখা যায়, রোগীর চোখে অপারেশন করার সময় ডাক্তার রোগীর মাথায় ঘুসি মারেন। ওই ডাক্তার রোগীকে তিনবার ঘুসি মারেন।

বিবৃতিতে হাসপাতালটি জানায়, ৮২ বছর বয়সী এক নারীর চোখে চলছিল অস্ত্রপচার। অ্যানেসথেশিয়ার কারণে তিনি ঘাড় ঘোরালে ডাক্তার এই কাণ্ড ঘটান। পরে ওই নারীকে ক্ষতিপূরণ হিসেবে ৭০ ডলার ক্ষতিপূরণ দিয়েছে তারা।

এটিএম/

Exit mobile version