Site icon Jamuna Television

নীলফামারী-৩: নির্বাচন থেকে সরে গেলেন ২ স্বতন্ত্র প্রার্থী

ছবি: সংগৃহীত।

নীলফামারী করেসপনডেন্ট:

নীলফামারী-৩ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানিয়ে অপর দুই স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে হুকুম আলী ও মোড়া প্রতীকে আবু সাঈদ শামীম, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে আবু সাঈদ শামীমের টেঙ্গনমারীর বাসায় এ ঘোষণা দেন এই দুই স্বতন্ত্র প্রার্থী।

নির্বাচন থেকে সরে এসে প্রার্থীরা বলেন, গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য নির্বাচিত হলেও এলাকায় উন্নয়নের ছোঁয়া লাগেনি। এলাকার উন্নয়নের স্বার্থে একমাত্র নারী প্রার্থী মার্জিয়া সুলতানাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে এসেছেন তারা।

এদিকে, মার্জিয়া সুলতানা জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এবং নৌকার মনোনিত প্রার্থী সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী। এই আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ায় মনোনয়ন প্রত্যাহার করেন অধ্যাপক গোলাম মোস্তফা। এ সময় সরে আসা দুই প্রার্থীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মার্জিয়া সুলতানা।

অপরদিকে, নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্বতন্ত্র দুই প্রার্থী আবু সাঈদ শামীম জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং হুকুম আলী সাবেক যুবলীগ নেতা।

এএস/এটিএম

Exit mobile version