Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি রাশিয়ার

রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে রাশিয়া। ইউক্রেন যুদ্ধের কারণে জব্দ করা সম্পদ বাজেয়াপ্ত করা হলে রাশিয়া এ সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।

শুক্রবার (২২ ডিসেম্বর) বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, রিয়াবকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবশ্যই উচিত হবে না ‘মোহাচ্ছন্ন’ হয়ে কোনো পদক্ষেপ নেয়া। তাদের এটা মনে করা ঠিক হবে না যে, রাশিয়া তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চালিয়ে নিতে পণ করে আছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠান ও রুশ প্রেসিডেন্টের ঘনিষ্ঠদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তাদের পশ্চিমা মিত্ররা। নিষেধাজ্ঞার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করা হয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের পুনর্গঠনে এসব সম্পদ ব্যবহারের দাবি উঠেছে। সম্প্রতি ইউরোপের একাধিক দেশ রাশিয়ার কিছু সম্পদ বাজেয়াপ্ত করেছে। এমন পরিস্থিতিতে এ হুঁশিয়ারি দিলেন রুশ সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী।

/এনকে

Exit mobile version