Site icon Jamuna Television

গাজায় বিমান হামলা অব্যাহত

ফিলিস্তিনের গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২২ ডিসেম্বর) রাতভর হামলা হয় গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে। বেসামরিক অবস্থান লক্ষ্য করে চালানো হামলায় নিহত হয় অন্তত ২০ ফিলিস্তিনি। এরমধ্যে শিশুও রয়েছে। এখন পর্যন্ত নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।

এদিকে গেল দুই মাসে গাজা উপত্যকায় ৪০ হাজার টন বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা জানায়, এসব বোমার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের সরবরাহ করা। বাঙ্কার বাস্টার, জেডিএএম, স্পাইসসহ অন্যান্য শক্তিশালী ও অত্যাধুনিক সব বোমা ব্যবহার করা হচ্ছে নিরাপরাধ ফিলিস্তিনিদের হত্যা করতে।

এটিএম/

Exit mobile version