Site icon Jamuna Television

প্রার্থী গুরুত্বপূর্ণ নয়, জনগণকে ভোট কেন্দ্রে আসতে হবে: আমু

প্রার্থী আছে কিনা তা গুরুত্বপূর্ণ নয়; জনগণকে ভোট কেন্দ্রে আসতে হবে। সারা বিশ্বকে দেখাতে হবে বাংলাদেশের মানুষ ভোটে বিশ্বাসী। এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী আমির হোসেন আমু।

শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ঝালকাঠি সদরের ধানসিঁড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ভোটকেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এসময় আমু বলেন, জনগণের অংশগ্রহণই নির্বাচনের বৈধতা। কোনো দল আসলো কি আসলো না, তা মুখ্য নয়।

প্রধানমন্ত্রী সারা বিশ্বের সাথে যুদ্ধ করে গণতান্ত্রিক ধারা বজায় রেখেছেন বলেও মন্তব্য করেন আমির হোসেন আমু। তিনি বলেন, সে কারণে অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের ভোট বেশি গুরুত্বপূর্ণ।

এটিএম/

Exit mobile version