Site icon Jamuna Television

টাঙ্গাইলে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের ধলাটেঙ্গর গ্রাম থেকে ফয়সাল (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় নামাজ পড়তে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আর সে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। সকালে স্থানীয় লোকজন ধলাটেঙ্গর গ্রামের একটি বাগানে ফয়সালের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ঘটনাস্থলে ফেলে রেখেছে। ময়নাতদন্তের জন্য লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মামলা প্রক্রিয়াধীন কিন্তু আমাদের তদন্ত চলছে। অতি দ্রুত আমরা হত্যার কারণ উদঘাটন করে আসামিদের আইনের আওতায় আনবো।

এটিএম/

Exit mobile version