Site icon Jamuna Television

অনিয়মের খবর পেলেই ভোট বন্ধ: সিইসি

বরিশাল ব্যুরো:

কোনো কেন্দ্রে বিন্দুমাত্র অনিয়মের খবর পেলে সেখানে ভোটগ্রহণ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি। সভায় বরিশালের ৬টি আসনের ৩৫ জন প্রার্থী উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচন কমিশনের সচিব, বরিশালের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, নির্বাচন কমিশনের স্থানীয় পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

ভোটাররা যেন সুষ্ঠুভাবে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন তা নিশ্চিতে প্রার্থীদের প্রতি এ সময় আহ্বান জানান সিইসি। বলেন, এখন আর অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। যেসব দল ভোটে এসেছে তাদের নিয়েই ৭ জানুয়ারি সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, আমাদের দেশ নিয়ে বিদেশিরা কথা বলছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট চেয়েছেন তারা। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।

/এমএন

Exit mobile version