Site icon Jamuna Television

ঢাকা ১ আসনে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাপার প্রার্থী সালমা ইসলাম

ঢাকা ১ আসনে নবাবগঞ্জ-দোহারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম। ৭ জানুয়ারির নির্বাচনে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাকে জয়ী করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৩ ডিসেম্বর) দিনের শুরুতে আগলা মাঝপাড়া নির্বাচনী ক্যাম্প থেকে প্রচারণা শুরু করেন তিনি। সাধারণ মানুষের কাছে তুলে ধরেন, বিগত দিনে নবাবগঞ্জ-দোহার এলাকার উন্নয়নে রাখা নানান পদক্ষেপের কথা।

এ সময় সালমা ইসলাম বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই তার রাজনীতির মূল লক্ষ্য। সবসময়ই সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে থাকতে তিনি অঙ্গীকারাবদ্ধ। আর সাধারণ ভোটাররা সালমা ইসলামকে কাছে পেয়ে উচ্ছ্বসিত। তারা বলেন, যে কোনো প্রয়োজনে সবসময়ই সালমা ইসলাম তাদের পাশে থাকেন। আগামীতে নির্বাচনে সালমা ইসলাম জয়ী হলে দোহার-নবাবগঞ্জ সমৃদ্ধ হবে; এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের।

এটিএম/

Exit mobile version