Site icon Jamuna Television

যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট মিসাইল পাঠাচ্ছে জাপান

ইউক্রেনকে সাহায্য করতে যুক্তরাষ্ট্রে প্যাট্রিয়ট মিসাইল রফতানি করতে যাচ্ছে জাপান। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে হোয়াট হাউজ। মূলত রুশ আগ্রাসন থেকে ইউক্রেন রক্ষা করতেই এই পদক্ষেপ দেশটির।

শুরু থেকেই ইউক্রেনকে রক্ষায় পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে নানান ধরনের অস্ত্র সরবরাহ করে আসছে। তবে সম্প্রতি অস্ত্রের ঘাটতি দেখা দেয়ায় জাপান এমনটা করছে বলে জানা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে অস্ত্র রফতানির ওপর নিষেধাজ্ঞা ছিল। তবে সম্প্রতি আইন কিছুটা শিথিল করেছে, কিশিদা সরকার। নতুন সংশোধনী অনুযায়ী, দেশে উৎপাদিত প্যাটেন্টধারী যেকোনো রাষ্ট্রের কাছে অস্ত্র রফতানি করা যাবে।

এটিএম/

Exit mobile version