Site icon Jamuna Television

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য ইশতেহার ঘোষনা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ ইশতেহার ঘোষনা করেন দলটির রাজনৈতিক ব্যুরোর সদস্য নুর আহমদ বকুল।

দলটির ২৮ দফা ইশতেহারে, দুর্নীতিমুক্ত সমাজ গঠন, শ্রমিকের অধিকার রক্ষা, নারীর ক্ষমতায়নসহ নানা বিষয় প্রাধান্য পেয়েছে। এছাড়া বিভিন্ন খাতের বৈষম্য দূরীকরণ, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকারও রয়েছে পার্টির নির্বাচনী ইশতেহারে।

এ সময় দেশের রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করে ওয়ার্কার্স পার্টিকে বেছে নিতে সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানান নেতারা।

Exit mobile version