Site icon Jamuna Television

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্সে কমিশন: ইসি রাশেদা

সিনিয়র করেসপনডেন্ট, সিরাজগঞ্জ:

অস্থিতিশীল পরিস্থিতি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে নির্বাচন কমিশন। এমনটি জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা। শনিবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের ৬টি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে তিনি একথা বলেন।

ইসি রাশেদা বলেন, ভোটাররা কোনো বাধা ছাড়াই তাদের পছন্দের প্রার্থীকেই ভোট দিতে পারবেন। আচরণবিধির বিষয়ে অনুসন্ধান কমিটি রয়েছে। তারা বিভিন্ন সময় মাঠ পর্যায়ে তদন্ত করছেন। কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে তাহলে তদন্তের ভিত্তিতে সর্বনিম্ন ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত জরিমানাসহ প্রার্থিতা বাতিল করা হতে পারে।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান, জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম  উপস্থিত ছিলেন।

/আরএইচ/এনকে

Exit mobile version