Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ায় ফের সক্রিয় মাউন্ট মেরাপি আগ্নেয়গিরি, বন্ধ বিমান চলাচল

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মারাপিতে আবারও অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। এতে দেশটির মিনাংকাবাউ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ফলে বিমানবন্দরে আটকে পড়েছেন কয়েকশো যাত্রী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর সংবাদ সংস্থা এপির।

শুক্রবার (২২ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে লাভা উদগীরণ শুরু হয় গিরিটিতে। প্রায় তিনশো মিটার এলাকাজুড়ে ছাই ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষ জানায়, এই ছাই চলন্ত বিমানের ইঞ্জিন বন্ধ করে দিতে পারে। এ কারণে ঐ এলাকার ওপর দিয়ে বিমান চলাচল বন্ধ রয়েছে।

সুমাত্রা এলাকায় সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি এই মারাপি গিরি। যেটিতে হরহামেশাই দেখা যায় অগ্ন্যুৎপাত। চলতি মাসের শুরুতেও ভয়াবহ এক অগ্নুৎপাতে নিহত হয়েছেন ২৩ পর্বতারোহী।

এসজেড/

Exit mobile version