Site icon Jamuna Television

ভারী বৃষ্টিতে প্লাবিত যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া

টানা বৃষ্টিপাতের কারণে বন্যায় তলিয়ে গেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেশিরভাগ এলাকা। প্রশান্ত মহাসাগরীয় শক্তিশালী ঝড়ের প্রভাবে তিনদিন ধরে চলা ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে রাজ্যের দক্ষিণাঞ্চল। বন্যার কারণে তলিয়ে গেছে রাস্তাঘাট, ঘরবাড়িসহ বিস্তীর্ণ এলাকা। খবর সিএনএন এর।

বিভিন্ন স্থানে জলাবদ্ধতার জেরে বন্ধ হয়ে গেছে যান চলাচল। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় বেশ কিছু এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। কিছু স্থানে ভূমিধসও হয়েছে। এছাড়া বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্ধশতাধিক ঘরবাড়ি।

দেশটির আবহাওয়া দফতর জানায়, বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও আগামী কয়েকদিন অব্যাহত থাকবে বৈরী আবহাওয়া। ফলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। বুধবার থেকে দুর্যোগ কবলিত এলাকাগুলোতে সর্বোচ্চ ছয় ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। জোরালো বজ্রপাতের ঘটনাও ঘটেছে।

এসজেড/

Exit mobile version